- Advertisement -
জামায়াতে ইসলামীকে রেখে বৃহত্তর জাতীয় ঐক্যে যেতে চান না গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিশ দলে জোটবদ্ধ জামায়াতকে রেখে জাতীয় ঐক্য গড়তে অন্যদের আপত্তি না থাকলেও দ্বিমত জানিয়েছেন এই সংবিধান প্রণেতা।
তিনি বলেন, জাতীয় ঐক্য ইতিবাচকভাবে এগুচ্ছে। যুক্তফ্রন্টের মধ্যে কোনো বিভক্তি নেই। আগামী ২২ তারিখ মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় নাগরিক সমাবেশ হবে।
কামাল হোসেন অভিযোগ করেন, সংবিধান বহির্ভূত কাজ করছে সরকার। আইন অমান্য করছে তারা। শিক্ষার্থীদের গ্রেফতার করছে। রিমান্ডে নিচ্ছে। এসব বেআইনি। সমাবেশের জন্য অনুমতি না দেওয়া কোনও জমিদারি না।