জেসাদ আলম সম্রাট : চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ফের মুখোমুখি অবস্থান নিয়েছিল ছাত্রলীগের দুই গ্রুপ। তবে পুলিশের সতর্কতার কারণে বড় কোন অঘটন ঘটেনি। গতকাল শনিবার কলেজের মুখোমুখি অবস্থানে পদধারী ও পদ বঞ্চিত নেতাকর্মীরা।পদধারীরা প্যারেড ময়দানের পাশে ও কলেজে অবস্থান নিয়েছিল। অন্যদিকে, পদবঞ্চিত ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসের বাইরে গণি বেকারির সামনে অবস্থান করতে দেখা গেছে। বেলা ১২টার দিকে চকবাজার এলাকায় এই চিত্র দেখে অনেক পথচারী আতংকে সরে যায়। তবে গতকাল বিকেল পর্যন্ত কোন পক্ষই সংঘাতে জড়ায়নি। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানে কলেজের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছিল আইনশৃঙ্খলা বাহির সদস্যরা। চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখী অবস্থান নিয়ে আছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে দুই প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।