চট্টগ্রামের পটিয়ায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট : প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজনের মধ্যে একজন নিজেকে মডেল দাবি করেছেন বলে তিনি জানান। আটক তিনজন হলেন- মো. শরীফ (৩২), অর্পণ দাশ (৩০) ও কথিত মডেল সুমাইয়া আক্তার (১৯)।

মিমতানুর রহমান বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবা নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী প্রাইভেটকার থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ফটোশুটের নাম করে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ