spot_imgspot_img
spot_imgspot_img

বাসচাপায় ৭১ টিভির বিজ্ঞাপন কর্মকর্তা নিহত

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বাসচাপায় বেসরকারি টিভি চ্যানেল-৭১ এর বিজ্ঞপন কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেনও আরো একজন। আজ সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের ওই বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ৭১ টিভির আনোয়ার হোসেন মোটরসাইকেলে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাস জাহাঙ্গীর গেট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে সড়কের আইল্যান্ডেও উঠে যায়। এতে আনোয়ার হোসেন পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।
একই সময় বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একযাত্রী আহত হন। তাদের দু’জনকেই পথচারীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোমেন মারা যান। পুলিশ গাড়িটি জব্দ করে নিয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ