‘আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে লড়বেন নায়ক ফেরদৌস’

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করবেন জনপ্রিয় নায়ক ফেরদৌস। তিনি আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এমন খবর চলচ্চিত্র পাড়ায় সবার কানে কানে।

খবরটি সবার নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যাওয়ার পর থেকে। আবার এই নায়ককে বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে।

চলচ্চিত্রের কয়েকজন নির্মাতা-অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন আসন্ন নির্বাচনে নায়ক ফেরদৌসকে তার শশুড়বাড়ি যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে নায়ক ফেরদৌস বলেন, নির্বাচন করবো এটা ঠিক। তবে ভবিষ্যৎ সবকিছুই বলবে। এরবেশি কিছু বলতে চাচ্ছি না।

সর্বশেষ