spot_imgspot_img
spot_imgspot_img

ক্ষমতায় আছেন বলেই গায়ের জোরে নির্বাচন করতে পারেন : নুরুল কবির

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: নিউজ এজ এর সম্পাদক নুরুল কবির বলেছেন, ক্ষমতায় আছেন বলেই গায়ের জোরে নির্বাচন করতে পারেন। তাতে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো উন্নতি হবে না। রোববার চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’য় এসব কথা বলেন তিনি।

নুরুল কবির বলেন, ‘দুইবার আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকলো, তারা দেখবেন, আপন আপন রাজনৈতিক উদ্দেশ্য অনুযায়ী সংবিধান সংশোধন করেছে। সেই অর্থে দেশের সকল মানুষের সংবিধান হয়ে ওঠে নাই। নিজেদের স্বার্থে সংবিধান তৈরি করা হচ্ছে, ফলে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে সংবিধান হয় নাই।’

তার দাবি, আওয়ামী লীগ তার মতো করে সংবিধান সাজিয়ে, তার পর লোকজনকে বলা শুরু করল, এটা একটা পবিত্র ব্যাপার, এটার থেকে কখনো সরে যাওয়া যাবে না। এই রকম একটা অযৌক্তিক অবস্থায় যখন পুরো জনগোষ্ঠি পড়ে যায়, তখন তার মধ্যে অনিশ্চয়তা, দুর্ভাবনা থাকবারই কথা। দেখবার বিষয়, সর্বশেষ নির্বাচনের পর, যেখানে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বাকিগুলোতে ৮ থেকে ১০ শতাংশ ভোট পড়েছে।

নুরুল কবির বলেন, ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন। এই নিয়ম রক্ষার নির্বাচন কি তিনি আরেকটা করতে চান? না কি সত্যিকার অর্থে ইনক্লুসিভ, যেটা সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চান। সবাইকে নিয়ে যদি করতে চান, শুধুমাত্র আওয়ামী লীগের সংবিধান দিয়ে সেটা করা যাবে না। শুধুমাত্র তাদের আকাঙ্খা দিয়ে তো অন্যরা নির্বাচন করতে পারবে না।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ