spot_imgspot_img
spot_imgspot_img

ফাঁস করেছেন মাহি, বিষয়টি বাড়াবাড়ি মাহমুদুর রহমান মান্না

spot_img

 

- Advertisement -

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না ও ঐক্যফ্রন্ট থেকে সরে যাওয়া মাহি বি চৌধুরীর মধ্যে ফোনালাপ প্রসঙ্গে মান্না বলেছেন, বুঝাই যাচ্ছে এটি একটি প্রান্ত থেকে ফাঁস করা হয়েছে। নইলে এই অল্প সময়ে মিডিয়ায় কিভাবে তা ছড়িয়ে গেল? এটি অনৈতিক কাজ। আমি হতাশ। আমার অবস্থান পরিস্কার ছিল। মাহি বি চৌধুরী এটি করে থাকলে করুন। দেখি কি হয়।

রোববার ওই ফোনালাপের প্রতিক্রিয়ায় এই প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ফোনালাপে মাহি সংবাদ সম্মেলনে আমার অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলেন। আমি কেনো যাব না। ঐক্য করছি যাবো না? এতো বড় একটি বিষয়। আমি ওখানে যেতেই চেয়েছিলাম। তবে সার্বিক পরিস্থিতি দেখে।

তিনি বলেন, আমি সংবাদ সম্মেলনে ঘোষণা পত্র পাঠ করেছি কোনও অবস্থানের সম্মুখীন হয়ে নয়। আ স ম আবদুর রব যখন অধ্যাপক বি চৌধুরীকে ফোন দেন, তখনও ভাবছি উনি আসবেন। ড.কামালের মতিঝিলের চেম্বারে আমি অপেক্ষায় ছিলাম। প্রেসক্লাবে উনাকে নিয়েই যেতে চেয়েছি। কিন্তু তিনি আসেননি।

তবে এখনও আশাবাদী মাহমুদুর রহমান মান্না। বলেন, ঐক্যের পুরো বিষয়টি ইতিবাচক। ‘ঐক্যের নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে’ মাহির এমন মন্তব্যে জবাবে মান্না বলেন, এখানে কিসের ষড়যন্ত্র? এটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য করা হয়েছে। জাতির মঙ্গলের জন্য।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ