spot_imgspot_img
spot_imgspot_img

বাপ-বেটাকে বাদ দিয়ে বিকল্প ধারার নতুন কমিটি ঘোষণা

spot_img

 

- Advertisement -

দলের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর(অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দিয়ে বিকল্প ধারা বাংলাদেশের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক সম্মলনে এ ঘোষণা দেয়া হয়।

এসময় অধ্যাপক ড. নরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব হিসেবে ঘোষণা দেয়া হয়। নরুল আমিন ব্যাপারী বলেন, দলীয় গঠন তন্ত্র অনু্যায়ী বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর(অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেয়া হল।

শাহ আহম্মেদ বাদল বলেন, প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেয়া হয়। তাই আজকে এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে। তিনি বলেন, বি চৌধুরী অত্যান্ত ভাল মানুষ কিন্ত তার ছেলে মাহী বি চৌধুরীর কুটচালে তিনি শেষ পযন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি। জামায়াত প্রশ্নে বি চৌধুরীর জাতীয় ঐক্যফ্রন্টে যায়নি আপনাা কি করবেন এ প্রসঙ্গে নুরুল আমিন বলেন, আমাদের দলের কেউ জামায়াতকে সমর্থন করে না। এগুলো মাহী বি চৌধুরীর কুটচাল। তিনি বলেন, আজকে মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে। কোনো দুর্নীতিবাজ বিকল্প ধারায় থাকতে পারে না।তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবে বলেও জানান নুরুল আমিন বেপারী এমএইচ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ