ডেস্ক রিপোর্ট: মানহানির অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে। গতকাল অন্তত দেশের তিনটি জেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে ভোলা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও নারীনেত্রী খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে এ মামলাটি করেন। দায়িত্বরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. ছানাউল হক মামলাটি জুডিশিয়াল তদন্তের আদেশ দেন।
এদিকে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামে দায়ের করা মানহানির মামলায় তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল জামিনের এ আদেশ দেন। এর আগে ঢাকা ও জামালপুরের মানহানির মামলায় রোববার হাইকোর্ট থেকে আগাম জামিন পান তিনি। মানবজমিন