ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের মধ্যে যে সংশয় ছিলো এখন সেটা কেটে গেছে। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের সকল নেতাকর্মীরা নির্বাচনের প্রচারনা শুরু করেছে।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ মনে করেন দেশে এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে। এবং সকল দলের অংশগ্রহনেই নির্বাচন অংশগ্রহনমূলক হবে।
এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, যদি সবদল নির্বাচনে আসে তাহলে আমার জোটগতভাবে নির্বাচন করবো। আর যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে আমারা ৩শ’ আসনে প্রার্থীদিয়ে নির্বাচন করবো। সেজন্যে আমাদের দেশব্যাপি নির্বাচনী প্রস্তুতি রয়েছে। বিষেশ করে তৃণমূল পর্যায়ে আমাদের নেতাকর্মীরা উঠান বৈঠক করে সাধারণ ভোটারদের কাছে গিয়ে জাতীয় পার্র্টির জন্য ভোট চাইছে।
তিনি আরো বলেন, নির্বাচনী পরিস্তিতির উপর নির্ভর করছে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে না জোটগতভাবে নির্বাচন করবে। তাই আগেথেকেই আমাদের প্রার্থীরা ৩শ’ আসনে নির্বাচনী প্রচারণা চালাছে। কারণ হটাত করে আমরা যদি বলি যে, ৩শ’ আসনে নির্বাচন করবো। তখন প্রচার চালাতে সমস্যা হবে এবং নির্বাচনের প্রচারনায় আমরা পিছিয়ে যাবো। তাই আমারা আগে ভাগেই নির্বাচনী প্রচারনা চালাচ্ছি এবং আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত।
গত একসপ্তাহ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন দেশে এখন নির্বাচনী পরিবেশ নেই। কিন্তু গতকাল শনিবার (২৭ অক্টোবর) জাতীয় পার্টির ডিজিলাল পদ্ধতিতে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেছে হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং তিনি বলেছেন, নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে। দেশে এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। সূত্র:বিবিসি বাংলা