এবার শহীদুল আলমকে ভারতের এনআইডি-র আজীবন সম্মাননা প্রদান

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী  শহীদুল আলমকে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এনআইডি) আজীবন সম্মাননা প্রদান করেছে। সংস্থার পক্ষ্যে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক সতীশ বাহাদুর লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশের এই খ্যাতনামা আলোকচিত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। বিশ্বের খ্যাতনামা ব্যক্তি সহ একাধিক ব্যক্তি নোবেল বিজয়ী শহীদুলের মুক্তির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও তাকে জামিন দেওয়া হয়নি। শহীদুলের পক্ষে তার বন্ধু ভারতীয় কিউরেটর ইনা পুরী গত শুক্রবার এই সম্মাননা গ্রহণ করেছেন। তিনি বলেছেন, শহীদুল আলম প্রতিবাদ ও আশাবাদের কণ্ঠস্বর।

সর্বশেষ