প্রাক্তনদের অংশ গ্রহন ও শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধন রচনার মাইল ফলক

 

- Advertisement -

সিরাজুল আলম টিপু : সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে পুনঃর্মিলনী উৎসব গতকাল সকালে নগরীর হালিশহর কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহাম্মদ জোবায়ের ও শামীমা সুলতানার সঞ্চালনায় পূর্নমিলনী উৎসবে সভাপতিত্ব করেন পুন:র্মিলনী উৎসব পরিষদের আহবায়ক তৌহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন পুন:র্মিলনী উৎসবে সহপাটিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মমত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে। প্রাক্তনরা ক্ষণিকের জন্য প্রিয় প্রতিষ্ঠানে এসে প্রানচাঞ্চল করে তোলে। একে অপরের প্রতি মেল বন্ধন রচিত হয়। প্রাক্তনদের অংশ গ্রহন ও স্মৃতি চারন, প্রতিষ্ঠানের কল্যাণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধন রচনার মাইল ফলক বলে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন আত্মকেন্দ্রীকতার কারনে আমরা আমাদের ভাই-বোন,আত্মীয় স্বজন,পাড়া-প্রতিবেশি কে কোন অবস্থায় আছে তার খবরটুকু নিতে পারছিনা। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। পরষ্পর পরষ্পরের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, হৃদ্ধতা ও মমত্ববোধ নেই বল্লেই চলে। সেখানে স্বার্থপরতা দখল করে নিয়েছে। ফলে নৈতিকতা ও মানবিকতা প্রায় বিলুপ্ত।

সর্বশেষ