জাহাঙ্গীর আলম সেজান: নির্বাচনকে সামনে রেখে অশুভ সাম্প্রদায়িক শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জীবনে যখনই ঘনিয়ে এসেছে অমানিশার কালো ছায়া, অপশক্তি বিপন্ন করতে চেয়েছে আমাদের স¤প্রীতির সাজানো বাগান তখনই আমরা জেগে উঠেছি। আমরা প্রতিহত করেছি সেই সা¤প্রদায়িক শক্তিকে। সৃষ্টি করেছি নতুন ইতিহাস, বলেছেন স¤প্রীতি বাংলাদেশের আহ্ববায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ৭ জুলাই ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে স¤প্রীতি বাংলাদেশ।
এর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ সংগঠন। আমাদের লক্ষ্য সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স¤প্রীতির বার্তা পৌঁছে দেয়া। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের সহিংসতার কথা উলেখ করে তিনি বলেন, ২০১৩-১৪ সালের স্মৃতিও আমাদের জন্য সুখকর নয়। নির্বাচন সামনে রেখে কোনো অপশক্তি যেন নতুন করে অঘটন ঘটাতে না পারে সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ধর্ম-বর্ণ-লিঙ্গ পরিচয়ে কেউ যেন নিগ্রহের শিকার না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু নয় অতীতের অনেক বড় বড় আন্দোলন সংগ্রামের সূতিকাগার বীর চট্টলা যে অসা¤প্রদায়িক চেতনার এক পবিত্র ভূমি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নানা ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান এ মাটিতে। আজ রোববার এমএম আলী সড়কের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স¤প্রীতি বাংলাদেশের উদ্যোগে স¤প্রীতি সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. নাছিরুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে, সংস্কৃতি সংগঠক অনুপ সাহা, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।