নির্বাচনী পোষ্টার-ব্যানার সরাতে চসিকের মোবাইল কোর্ট অভিযান

তৌহিদুর রহমান: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশন এর নির্দেশনা মোতাবেক নগরীর লাভ লেইন, নুর আহম্মদ সড়ক, কাজীর দেউরী, ষ্টেডিয়াম ও লালখান বাজার মোড় এলাকার সড়কগুলিতে সম্ভাব্য প্রার্থীগণের প্রদর্শিত দুই শতাধিক পোষ্টার,ব্যানার ও ফেষ্টুন অপসারন করা হয়। একই অভিযানে মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে ইংরেজীর পাশাপাশি বাংলা সাইনবোর্ড স্থাপন না করে মোবাইলকোর্ট কর্তৃক লাগানো কালো রং নিজে মুছে দেয়ার অপরাধে ডিসিহিল সংলগ্ন স্বপ্নীল রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ