চট্টগ্রাম বিভাগে আরবিস ইন্টারন্যাশনালের আরো একটি ভিশন সেন্টারের যাত্রা শুরু

তৌহিদুর রহমান: চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের জনগণের দোড়গোড়ায় উন্নত চক্ষুসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কক্সবাজারস্থ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ‘প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে একটি ভিশন সেন্টার অদ্য ১৯ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর ফলে স্থানীয় জনগণ এখন দূরবর্তী শহরে না গিয়ে সহজেই চোখের প্রাথমিক ও আধুনিক চিকিৎসা করাতে পারবেন।কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট -এর আর্থিক সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল বাংরাদেম ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থাপিত এই চক্ষু সেবা কেন্দ্রটি পরিচালনা করবে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল।
ভিশন সেন্টার চালু উপলক্ষ্যে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ও কান্ট্রি চেয়ার, ও এপিবি বাংলাদেশ চ্যাপ্টারের অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পরিচালক (অব.) ড. খালেদা ইসলাম, সাউথ ইস্ট এশিয়ার ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস রিজিওনাল চেয়ার ড. তারাপ্রসাদ দাস, এশিয়া প্যাসিফিক ওপথালমিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আভা হোসেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা: আব্দুল মান্নান, অরবিসের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহমেদ, ডিরেক্টর অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলাউদ্দিন, প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন, কান্ট্রি ডিরেক্টর জেরিন খায়ের, এমএম সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ থেকে উখিায়সহ টেকনাফের স্থানীয় জনগণ এই ভিশন সেন্টারের মাধ্যমে সহজে ও কম খরচে চোখের উন্নত চিকিৎসা করাতে পারবে। বিশেষ করে যারা কক্সবাজার বা চট্টগ্রাম যেতে পারে না, তারা এই কেন্দ্র থেকে একই মানের চিকিৎসা সেবা পাবেন। তিনি অরবিস ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালকে আরো প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবার কার্যক্রম বিস্তুত করার অনুরোধ জানান। চোখের স্বাস্থ্য সেবাখাতে বাংলাদেশ সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে চোখের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ভিশন সেন্টার এই কার্যক্রমের একটি অংশ। এর মাধ্যমে শরণার্থী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনগণকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে।

সর্বশেষ