spot_imgspot_img
spot_imgspot_img

মানুষের গড় আয়ু হবে ১৫০ বছর, ফিরবে তারুণ্য!

spot_img

 

- Advertisement -

ডেস্ক রিপোর্ট: বয়সকে ঠেকিয়ে রাখার কৌশল পেয়েছেন বিজ্ঞানীরা। এমন এক চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন হতে যাচ্ছে যার প্রভাবে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করা যাবে। চিকিৎসা পদ্ধতির সাহায্যে আগামী ২০২০ সালের মধ্যেই দেহের বাদ পড়া অঙ্গের জায়গায় নতুন করে একই অঙ্গ সৃষ্টি করা সম্ভব হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সিনক্লেয়ার এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এধরনের প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মানবদেহের কোনও কোষকে পুনরুজ্জ্বীবিত করা যাবে। ড, সিনক্লেয়ার বলেন, এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে মানবদেহের হারানো কোনও অঙ্গও নতুন করে সৃষ্টিতো বটেই এমনকি প্যারালাইসিসের রোগীরাও পুনরায় হাঁটাচলা করতে পারবেন। হেরাল্ড সান

আগামী দু’বছরের মধ্যেই মানুষের উপর এই চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। নতুন এই চিকিৎসা পদ্ধতির পিছনের বিজ্ঞানটি হল নিকোটিনামাইড অ্যাডেনিন ডিনিউক্লিওটাইড (এনএডি) নামের একটি মলিকিউল বা অণু-জীবকোষ। এনএডি মূলত মানবদেহে শক্তি উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। এই রাসায়নিকটি ইতিমধ্যেই পারকিনসনস রোগ এবং অত্যাধিক ক্লান্তির চিকিৎসায় ব্যবহৃত হয়েছে।

অধ্যাপক সিনক্লেয়ার নিজেও নিজের মলিকিউল ব্যাবহার করে বুড়িয়ে যাওয়া প্রতিরোধের ওষুধ সেবন করেছেন। এর ফলে তার নিজের দৈহিক বয়স ২৪ বছর কমে এসেছে বলে দাবি তার। তার ৭৯ বছর বয়সী বাবাও গত দেড় বছর ধরে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের পর পুনরায় তারুণ্য ফিরে পেয়েছেন এমন দাবি করেছেন অধ্যাপক সিনক্লেয়ার।

এমনকী তার এক শ্যালিকাও একই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে মেনোপোজ শুরু হওয়ার পরও পুনরায় সন্তান জন্মদানের সক্ষমতা অর্জন করেছেন। ৪০ বছর বয়সেই তার ওই শ্যালিকার মেনোপোজের লক্ষণগুলো শুরু হয়ে গিয়েছিল। এই একই গবেষক এর আগে প্রমাণ করেছিলেন যে, ভিটামিন বি থেকে তৈরি বড়ি খাইয়ে ইঁদুরের বয়স ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। হেরাল্ড সান এর প্রতিনেদনে আরো বলা হচ্ছে, তারা এও দাবি করেছিলেন যে ওই বড়ি খেয়ে বয়সজনিত চুলপড়াও কমানো সম্ভব।

অধ্যাপক সিনক্লেয়ার বলেন, আগামী ৫ বছরের মধ্যেই হয়তো ওষুধটি বাজারে ছাড়া সম্ভব হবে। যার দাম হবে দিনে এক কাপ কফির দামের সমান। তবে এ নিয়ে এখনো অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি আছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ