জনগণ স্থির করেছে ধানের শীষে ভোট দেবে: নজরুল ইসলাম

 

- Advertisement -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যত জবরদস্তি করা হোক না কেন ৩০ ডিসেম্বর দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দেবেই।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত ‘সার্বজনীন ন্যায়বিচার, বাকস্বাধীনতা, অবাধ গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সরকার আমাদের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। কারণ নির্বাচন সামনে, আমাদের এই নেতাকর্মীদের যদি জেলে দেয়া না হয় তাদের (আওয়ামী লীগ) নির্বাচনে জয়ের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সরকার ভেবেছিল খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি ভেঙে যাবে। কিন্তু না বিএনপি তা হয়নি। বরং বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। শুধু তাই না এখন অনেক রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। জোটবদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

নজরুল ইসলাম বলেন, অনেককে দেখেছি সরকারের বিরুদ্ধে কড়া কড়া কথা বলেছেন। কিন্তু এখন দেখছি তারা সরকারের কোলে বসে আছেন। এমপি হওয়ার এতই শখ, এতই আনন্দ যে তার জন্য এত দিনের কথা সব বদলাতে হলো।

প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে কিনা-এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার এই সুযোগ সৃষ্টিতে বাধা দেবে। কারণ তারা জানে এটা না করলে তাদের জেতার কোনো সুযোগ নেই।

সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, একজন রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দলের প্রধানকে কারাগারে আটকে রেখেছেন। এটা কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা?

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ