মো.মুক্তার হোসেন বাবু: চট্টগ্রাম মহানগরীতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে মো. ফারুক নামে এক যুবক খুন হয়েছে। গতকাল সোমবার সকালে পতেঙ্গা থানাধীন মাইঝপাড়া এলাকায় পুরাতন কন্ট্রোল মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। নিহত মো. ফারুক পতেঙ্গা থানার কাটগড় এলাকার তিনতলা মসজিদের ইলাহী বক্সের বাড়ির মৃত খাজা আহমেদের পুত্র। এদিকে পাহাড়তলী এলাকায় গণপিটুনিতে মহিউদ্দিন সোহেল (৩৫) নামের এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পাহাড়তলী বাজার সংলগ্ন রেল লাইন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম জানান, পতেঙ্গায় নিহত মো. ফারুককে চুরির টাকার ভাগ নিয়ে দ্বন্ধে খুন করেছে তারই দলের সদস্যরা। ফারুক পতেঙ্গা এলাকার চিহ্নিত মোবাইল চোর। গত কয়েক মাস আগে চুরি যাওয়া ১৩টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করেছিল পতেঙ্গা থানা পুলিশ। গত মাসে সেই মামলায় জামিন পায় ফারুক। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার দলের অন্য চোর সদস্যরা তাকে ডেকে নিয়ে খুন করেছে। আমরা এ হত্যাকান্ডে জড়িত আছে এমন কয়েক জনের নাম পেয়েছি। তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।
অন্যদিকে গতকাল সোমবার পাহাড়তলী বাজার সংলগ্ন রেল লাইন থেকে পুলিশ গণপিটুনিতে নিহত মহিউদ্দিন সোহেল (৩৫) নামের এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, তার আরেক সহযোগীকে পুলিশ আহত অবস্থায় আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে মহিউদ্দিন সোহেলের লাশ উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। এসময় স্থানীয়রা জানান, চাঁদাবাজি নিয়ে ক্ষোভ থেকে গতকাল সোমবার সকালে তাকে গণপিটুনি দেওয়া হয়। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে সোহেল চাঁদাবাজি করত। তিনি জানান,ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।