চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব এডভোকেট মারুফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগার থেকে বেরিয়ে তিনি হযরত শাহ আমানত শাহ (রা.) এর মাজার জেয়ারত করেছেন।নগর বিএনপির সহ দপ্তর স¤পাদক ইদ্রিস আলী জানান, ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ৪৩ টি মামলা ছিল। তিনি সব মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।
তিনি জানান, গত বছরের ৭ নভেম্বর ঢাকায় আটক চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীদের দেখতে গেলে ডা. শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় যুবদল নেতা শামসুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্ধন্ধিতা করেন। তিন মাস কারাভোগের পর তিনি জামিনে বের হন।