spot_imgspot_img
spot_imgspot_img

৩০ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

spot_img

 

- Advertisement -

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. নুরুল করিম বিপ্লব।

এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে নিম্ন আদালতের একটি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন দায়ের করেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান ফেরদৌস।

উক্ত আবেদনে অভিযোগ করা হয়, ১৯৯০ সালের গঠনতন্ত্র বাদ দিয়ে অবৈধ পন্থায় ২০১৭ সালে নতুন গঠনতন্ত্র করে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। উক্ত গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

ওই মামলায় নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়। গত ২১ জানুয়ারি শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন নিম্ন আদালত। এই আদেশের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যান সাংবাদিক নেতা হাসান ফেরদৌস।আগামীকাল ৩০ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ