সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদ। তার অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে শনিবার বিকেলে একটি পোস্ট করা হয়। তাতে তাসকিন লিখেছেন:
- Advertisement -
আমি এবং জনি আহমেদ রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার এসে মেরে দিল রিকশায়। জনিও পড়লো তার উপরে আমি পড়লাম। ওর উপরে পড়ায় বেশি ব্যথা পাইনি… কয়দিন ধরেই হালকা পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি।
তাসকিনের ফেসবুকে দেয়া ছবি
সবগুলাই ফাড়া হিসেবেই ধরলাম… ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে… ভালো সময়, তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস…