চট্টগ্রামে অস্ত্রসহ দুই উপজাতি যুবক গ্রেফতার

 

- Advertisement -

সিরাজুল আলম টিপু: চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ উপজাতি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেকবাজার এলাকায় থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। এরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমার অনুসারী অংশের দুই কর্মী বলে পুলিশ জানতে পেরেছে। গ্রেফতার দুজন হলেন- রাঙামাটির সদরের চিররতী চামকা (২৩) ও খাগড়াছড়ি গুঁইমারার মিন্টু চাকমা (২৭)।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, গ্রেফতার দুই যুবক লারমা গ্রæপের সক্রিয় সদস্য। তাদের কাছে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও ৫ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলেছে, চট্টগ্রামে থেকে তারা সংগঠনের কাজ চালিয়ে আসছিল।
এর আগে গত ১১ ফেব্রæয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি এলাকার বেমকো মিটার ফ্যাক্টরির সামনে একটি অটো রিকশা তল্লাশি করে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ পলাশ কুসুম চাকমা ও ইন্দ্ররাজ চাকমা নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারাও নিজেদের পাহাড়ি সংগঠন জেএসএসের (এমএন লারমা) কর্মী বলে দাবি করেছিলেন।

সর্বশেষ