- Advertisement -
সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুর এলাকায় একটি একনালা বন্দুকসহ ত্রিতল চাকমা (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ এপ্রিল) বিকাল চারটার সময় উপজেলার শীতলপুরের পাহাড়ের ত্রিপুড়া পাড়ায় মোল্লা পাড়া ফরেষ্ট অফিসের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবালের নের্তৃতে এবং স্থানীয় ইউপি সদস্য বাবুলের সহযোগীতায় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে তাকে একনলা বন্দুকসহ আটক করা হয়। এসআই ইকবাল জানান, উক্ত এলাকার পাহাড়ে চাকমারা নিজেরাই তৈরী করে বন্দুকগুলো, এগুলো খুবি শক্তিশালী। আটক ত্রিতল চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক যুবক শীতলপুর পাহাড়ের ত্রিপুড়া পাড়ার ধলনজাই চাকমার পুত্র।