বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

সেন্ট মার্টিনে সাড়ে তিন লাখ ইয়াবাসহ আটক ৩

 

- Advertisement -

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেন্ট মার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদের নেতৃত্বে একটি টহল দল জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা এবং ১টি বোটসহ নয়াপাড়া এলাকার জমির আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৪), একই এলাকার শাহ আলমের ছেলে রফিক আহমেদ (৩২) ও আব্দুস সালামের ছেলে কাশেমকে (৩৭) আটক করে।
সেন্ট মার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ যুগান্তরকে জানান, জব্দ করা বোট ও ইয়াবাসহ আটককৃতরা কোস্টগার্ড স্টেশনে রাখা হয়েছে। মঙ্গলবার জব্দ মালামালসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ