spot_imgspot_img
spot_imgspot_img

মিরপুরে বাসায় দুই মেয়েসহ মায়ের গলাকাটা লাশ

spot_img

 

- Advertisement -

রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের পাশে একটি বাসা থেকে দুই মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানা এলাকার ওই সরকারি কোয়ার্টারের চারতলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (০৯) এবং আবিলা (০৫)। নিহত ওই নারীর স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী বলে জানা গেছে।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, সোমবার সন্ধ্যার পর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারে যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়। তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ