শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

‘দেশে আর নীল নকশার নির্বাচন হতে দেয়া হবে না’রিজভী

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত নয়, সরকারের প্রতিহিংসার রায় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, যে দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করতে হয়, সেখানে আদালতের স্বাধীনতা থাকে না। তবে সরকার যতই কূটকৌশল চালাতে থাকুক খালেদা জিয়া ছাড়া এদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরশাসকরা জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারণে-অকারণে জ্ঞান দেয়-বর্তমান সরকারও সেটাই করছে। আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণে। এক তরফা নির্বাচন অনুষ্ঠান হতে দেবে না এদেশের মানুষ। দেশে আর নীল নকশার নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।

সর্বশেষ