বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নাগরিক আটক

 

- Advertisement -

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। বুধবার সন্ধ্যার দিকে উখিয়া উপজেলার পানবাজার এলাকা থেকে এসব ইয়াবা ও রোহিঙ্গাদের আটত করে র‌্যাব। র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মো. রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মুল্য ৮০ লাখ টাকা।

আটক রোহিঙ্গারা হলো- উখিয়া অস্থায়ী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৫২ এর সৈয়দ হোসেনের ছেলে মো. সোহেল (২৫), ব্লক-এ-৭ এর মৃত আব্দুস সালামের ছেলে মো. জিয়াউল হক (২২) ও উখিয়ার থাইংখালী অস্থায়ী শরণার্থী ক্যাম্প, ব্লক-ডি এর মৃত জালাল আহমদের ছেলে মো. ইরফান (২০)।

র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মো. রুহুল আমিন জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পানবাজার এলাকায় ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটকৃতদের শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ