খালেদা জিয়ার জামিন আবেদন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়

 

- Advertisement -

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার সকালে খালেদা জিয়ার পক্ষে আদালতে জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা।

আগামী মঙ্গলবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ আজ শুনানীর এ দিন ধার্য করেছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত সাবেক এ প্রধানমন্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বছরের ২৯শে অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হয়।

কারাদণ্ডের পাশাপাশি খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে গত ৩০শে এপ্রিল খালেদা জিয়ার অর্থদণ্ড মওকুফ করেন আদালত।

সর্বশেষ