সিরাজগঞ্জে নদী থেকে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার

 

- Advertisement -

মস্তকবিহীন পরিচয় বিহীন (২২) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮জুলাই) সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানগড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার ধানগড়া ব্রিজের নীচে নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে মাথা বিহীন মরদেহ উদ্ধার করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে লাশ দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ভিড় জমায়।

রায়গঞ্জ থানার উপ-পরিদশর্ক পবিত্র কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল নদীর ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লাশের মাথা নেই। তার ধারনা হত্যার পরে লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ