- Advertisement -
সিরাজুল আলম টিপু: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ মো. করিম (৪৬) ও মো. সাইমুন (২০) নামে দুই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গতকাল বুধবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে করিম সৈকতে দোকান পরিচালনার আড়ালে অবৈধ মদের ব্যবসা করতো বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, তাদের কাছ থেকে ৬৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে । তিনি বলেন, করিম দোকান পরিচালনার আড়ালে মাদকের ব্যবসা করতো। এদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।