নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের সমাধানে আন্দোলনের ধরন প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিভিন্ন সময় জনগণের গণতান্ত্রিক অধিকবার ফিরিয়ে এনেছে বিএনপি। এবারও জনগণ আশা করে, বিএনপি এ ব্যাপারে উদ্যোগ নেবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, তারা চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তিত হতে পারে। সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী।
সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমূখ বক্তব্য দেন।