বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চীনে তিনদিনেই ১০০কোটি পেরোলো ইরফানের ‘হিন্দি মিডিয়াম’

মুক্তির মাত্র তিনদিনের মধ্যেই একশো’ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি .
আমির খানের ‘দঙ্গল’ বা ‘সিক্রেট সুপারস্টার’ এবং সালমান খানের ‘বজরাঙ্গি ভাইজান’ চীনে দুর্দান্ত ব্যবসা করার পর ইরফান খান অভিনীত বলিউড সিনেমা ‘হিন্দি মিডিয়াম’ খুব হৈ হৈ করে চলছে ।

- Advertisement -

সাকেত চৌধুরি নির্মিত ২০১৭-এর ব্যবসাসফল বলিউডি চলচ্চিত্র ‘হিন্দি মিডিয়াম’ চীনে মুক্তি পেয়েছে ৪ এপ্রিল ।

আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ এবং সালমান খান অভিনীত ‘বজরাঙ্গি ভাইজান’-এর পর চলতি বছরে তৃতীয় ভারতীয় চলচ্চিত্র হিসেবে চীনে মুক্তি পেয়েছে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’।

বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চীনে দুর্দান্ত ব্যবসা করছে ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ । মুক্তির মাত্র তিনদিনের মধ্যেই একশো’ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি ।

সর্বশেষ