রুহী জোভানের ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’

এই সময়ের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটির পরিচালনা করেছেন হারুন রুশো।

- Advertisement -

সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চিত্রায়িত হয়েছে নাটকটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান ও রুহী।

ত্রিধারা প্রযোজিত নাটকটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাস ও ফারজানা রিক্তাকে।

নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা সৈয়দ ইকবাল গ্লিটজকে বলেন, “এখনকার তারুণ্যের যে প্রেম-ভালোলাগা, হুট করে প্রেমে পড়ে যাওয়া এসবের মধ্যে ইতিবাচক-নেতিবাচক দুটো দিকই থাকে।

সম্পর্কের ভেতর দিয়ে যেতে যেতে সঠিক মানুষটাকে বেছে নিতে আমরা যে ভুল করি সেক্ষেত্রে সচেতনতার ইঙ্গিত পাওয়া যাবে নাটকটিতে।”

নির্মাতা জানান, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

সর্বশেষ