বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

রিকশায় চড়ে বাজার ঘুরলেন রাষ্ট্রপতি

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একদিনের সফরে এসে রিকশায় চড়ে মিঠামইন বাজার ঘুরলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (১১ মে) দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি রিকশায় চড়ে উপজেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি জুম্মার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বাড়ির আঙ্গিনায় সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চান রাষ্ট্রপতি। এ সময় তিনি হাওরে বজ্রপাতে অনেক মানুষ মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়। হাওরে এবার ধানের ভালো ফলন হলেও অতিবৃষ্টিতে মাঠের ধান কাটতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।

সর্বশেষ