নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে আসা চীনের একটি জাহাজ থেকে রশি চুরির ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে কোস্টগার্ড। আটক সাত জন হলেন- মো. সোহেল (২৭), মো. সেলিম (৩০), মো. শাহীন (২৪), আক্তার মিয়া (৩০), পলাশ (৩৮), ইউনুস (৩০) ও মো. আলী (২৭)। বুধবার (৯ মে) রাতে বহিঃনোঙ্গরের আলফা অ্যাংকারেজে একটি নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় চুরি করা ৪০০ মিটার রশিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের পূর্ব জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আবদুল্লাহ আল মারুফ জানান, এমভি গ্যানকো ব্রিট্টেনি নামে চীনের পতাকাবাহী একটি জাহাজ থেকে রশি চুরি হয়েছে বলে অভিযোগ আসে আমাদের কাছে। অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে কোস্টগার্ড। দ্রুত অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়। এরা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় নিয়মিত বিভিন্ন জাহাজে চুরি করে থাকে বলে জানা গেছে। আটক সাত জনকে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।