উৎসবমুখর পরিবেশে আইএসপিএবি’র ভোট সম্পন্ন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়েছে। রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।

এদিকে নির্বাচন কমিশন কর্তৃক ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যদিয়ে ভোটারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করেছেন।

ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম বাবু প্রার্থীদের উদ্দেশে বলেন, “যেহেতু ভোট একটু দেরিতে শুরু হচ্ছে সে কারণে কেন্দ্রে কোনো ভোটার উপস্থিত থাকা পর্যন্ত ভোট নেয়া হবে।”

এসময় নির্বাচন কমিশনার বীরেন্দ্রনাথ অধিকারী ও তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

আইএসপিএবি নির্বাচনের প্রার্থী আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম ও আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক উভয়েই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা নিউজবাংলাদেশকে বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শুরু থেকে ভোটারদের অংশগ্রহণে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।”

জানা যায়, সাধারণ ক্যাটাগরিতে দুটি প্যানেলে নয় পদের বিপরীতে ১৭ এবং সহযোগী ক্যাটাগরিতে চার পদের বিপরীতে দুটি প্যানেলে আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ ক্যাটাগরিতে ভোটার ১১৪ হলেও সহযোগী ক্যাটাগরিতে ৩১৭ জন। মোট ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘টিম ইউনাইটেড’ নামের এই প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির পাঁচজন। প্যানেলে পুরনোদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ রাশেদ আমিন বিদ্যুৎ, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ। আর নতুন চারজন হলেন- চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম, ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক

ভুঁইয়া, বিটিএস কমিউনিকেশন্সের সিটিও মো. সারওয়ার আলম শিকদার ও নেক্সট অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ। টিম ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম।

অপরদিকে, আট প্রার্থী নিয়ে গঠিত ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল। প্যানেল প্রার্থীরা হলেন- আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী, গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার, বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন, ডলি আইটি কর্নারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান মনির, জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস, এম, জুলফিকার হায়দার, ব্রীস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম।

সর্বশেষ