আইএসপিএবি কার্যকরী কমিটির (২০১৯-২১) নির্বাচন: ‘টিম ইউনাইটেড’ পূর্ণ প্যানেল জয়ী

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির (২০১৯-২১ মেয়াদে) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে ‘টিম ইউনাইটেড’। ।নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। অপর প্যানেলটি হলো ‘টিম ক্যাটালিস্ট’।

শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে ভোট শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে। ভোটকেন্দ্রে দুটি বুথে সাধারণ ভোটারদের এবং চারটি বুথে সহযোগী ক্যাটাগরির সদস্যরা ভোট দিয়েছেন। সহযোগী পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দেন।

নির্বাচনে সর্বোচ্চ ১০১ ভোট পেয়েছেন টিম ইউনাইটেডের ইমদাদুল হক। ভোটে আমিনুল হাকিম ৯৫ ভোট, আহমেদ জুনায়েদ ৯১ ভোট, মইনুদ্দিন আহমেদ ৮৬, নাজমুল করিম ভুইয়া ৮৪ ভোট, এফএম রাশেদ আমিন ৮১ ভোট, সারোয়ার আলম শিকদার ৭৮ ভোট, আনোয়ারুল আজিম ৭৭ ভোট, কামাল হোসেন ৭৬ ভোট পেয়েছেন।

অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে রাইসুল ইসলাম তুহিন ১৮২ ভোট, মো. আসুদুজ্জামান সুজন ১৮১ ভোট, নাসির উদ্দিন ১৭৪ ভোট, ওহিদুল্লাহ ভুইয়া ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহযোগী ক্যাটাগরিতে ভোট ৩০৬টি। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে ভোট পড়েছে ১১৩টি। ত্রুটির কারণে ৫টি ভোট বাতিল করা হয়েছে। এর মধ্যে সবগুলোতে ভোট দেয়ায় একজনের ভোট বাতিল হয়।

জানা যায়, সাধারণ ক্যাটাগরিতে দুটি প্যানেলে ৯ পদের বিপরীতে ১৭ এবং সহযোগী ক্যাটাগরিতে চার পদের বিপরীতে দুটি প্যানেলে আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ ক্যাটাগরিতে ভোটার ১১৪ হলেও সহযোগী ক্যাটাগরিতে ভোটার ছিলেন ৩১৭ জন। মোট ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে ‘টিম ইউনাইটেড’ প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির পাঁচজন। প্যানেলে পুরনোদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ রাশেদ আমিন বিদ্যুৎ, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ। আর নতুন চারজন হলেন- চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম, ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক ভুঁইয়া, বিটিএস কমিউনিকেশন্সের সিটিও মো. সারওয়ার আলম শিকদার ও নেক্সট অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ। টিম ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম।

অপরদিকে, আট প্রার্থী নিয়ে গঠিত ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল। প্যানেল প্রার্থীরা হলেন- আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী, গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার, বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন, ডলি আইটি কর্নারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান মনির, জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস, এম, জুলফিকার হায়দার, ব্রীস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম।

সর্বশেষ