চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।শনিবার(০৭ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। কলেজের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং তাদের প্রবেশপত্র আটকে রাখার অভিযোগে গত ৩১ মার্চ বিজ্ঞান কলেজে গিয়ে অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ ঘটনায় জাহেদ খান নগরীর চকবাজার থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা দায়ের করেছেন।