বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তিতে কিছুটা বাধা আছে। তাই এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি দ্রুত বাধাগুলো অপসারণ করতে। আশা করি দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মওদুদ আরো বলেন, সরকার নানা কৌশলে চেষ্টা করবে, তার মুক্তি বিলম্বিত করতে।
বিচারিক আদালতের কতগুলো মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। সে মামলাগুলোতে তার জন্য আমাদের জামিন নিতে হবে। সেই জামিন নিতে যতটুকু সময় লাগে, সেই সময়টুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আপিল বিভাগ যেহেতু তার জামিন বহাল রেখে দিয়েছেন, এখন নিম্ন আদালতে জামিন পেতে আর খুব বেশি অসুবিধা হবে না। সুতরাং আমরা চেষ্টা করবো খুব শিগগির ওই মামলাগুলোতে উনার জামিন নিতে। এধরনের মোট ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।