রাঙামাটির নানিয়ারচরে ছয় রাজনৈতিক নেতাকর্মীকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ মে) দুপুর ১২টার দিকে রাঙামাটি জজ কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এ রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতের পরিদর্শক ইসরাফিল আলম মজুমদার এ খবর নিশ্চিত করেন।
রিমান্ডে নেওয়া দুই জন হলেন– সহতিশ প্রকাশ (তন্টুমনি) চাকমা ও কিরণ চাকমা। তারা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সদস্য। আদালত পরিদর্শক ইসরাফিল আলম মজুমদার বলেন, সহতিশ প্রকাশ চাকমাকে দুই দিন ও কিরণ চাকমাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
তিনি আরও বলেন, ‘তপন জ্যোতি চাকমা (বর্মা) হত্যা মামলার ২৭ নম্বর আসামি তন্টুমনি চাকমা। একই মামলায় তন্টুমনি চাকমার সহযোগী হিসেবে কিরণ চাকমাকে গ্রেপ্তার করা হয়।’
উল্লেখ্য, গত ৩ মে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষনেতা শক্তিমান চাকমা। পরদিন (৪ মে) তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফের (গণতান্ত্রিত) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচ জন নিহত ও আট জন গুলিবিদ্ধ হন। এদিকে, বুধবার ইউপিডিএফ সভাপতিসহ ১১৮ জনকে আসামি করে নানিয়ারচর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন শক্তিমান চাকমা হত্যার সময়ে আহত রুপম চাকমা ও তপন জ্যেতি চাকমাসহ ৫ জন নিহতের ঘটনায় আহত অর্চিন চাকমা।