রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

অন্তর্জালে মিউজিক ভিডিও আকারে নতুন তিন গান

নতুন নতুন গান আর তার মিউজিক ভিডিওতে সরব অন্তর্জাল। অন্তর্জালে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হলো ভিন্ন ভিন্ন কণ্ঠশিল্পীর নতুন তিন গান।
পহেলা বৈশাখকে সামনে রেখে ৫ এপ্রিল অন্তর্জালে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার ‘জ্যোৎস্না রাইতে’।

- Advertisement -

জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সংগীত করেছেন শান। লতা আচারিয়ার পরিচালনায় তানজিনার গানটি মিউজিক ভিডিও আকারে অন্তর্জালে প্রকাশ করেছে মিউজিক বক্স।

এতে মডেল হয়েছেন একে আজাদ এবং ইভানা।

নিজের নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, ‌“এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়। সে কারণেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।”

‘জ্যোৎস্না রাইতে’ গানটির মাধ্যমে আত্মপ্রকাশ করছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্স।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে বেশ কিছু গান নিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে তারা।

সর্বশেষ