বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

মহিউদ্দীনের কুলখানিতে নিহতদের ৩ স্বজনকে চাকরি দিল সিভাসু

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের দুইজনের স্বজনকে স্থায়ী এবং একজনকে অস্থায়ী চাকরি দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

- Advertisement -

শনিবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৯তম অধিবেশনে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশ (অফিস সহায়ক), ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশের (ল্যাব এটেনডেন্ট) চাকরি স্থায়ীকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে।

এছাড়াও সত্যব্রত ভট্টাচার্য্যরে স্ত্রী প্রিয়াংকা শর্মা’র (ল্যাব টেকনিশিয়ান) অস্থায়ী চাকরি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৮ ডিসেম্বর রীমা কনভেনশন সেন্টারে পদদলিত হয়ে নয় জন নিহত হয়। তাদের মধ্যে ৩ জনের পরিবারকে চাকরি দিল সিভাসু।

প্রসঙ্গত, গত বছর ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে দুই শিশু সন্তানসহ অসহায় চন্দনা দাশের ছবি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওইদিনই চন্দনাকে অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগ দেন। এর দুইদিন পর ঝন্টু দাশের স্ত্রী লাকী দাশকেও অস্থায়ী চাকরি দেয়া হয়।

পরবর্তীতে তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি আজকের সিন্ডিকেট অধিবেশনে উপস্থাপন করা হলে সর্বসম্মতভাবে অনুমোদন দেয়া হয়।

সর্বশেষ