রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

কিউবার হাভানায় ১০৪ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১০০

 

- Advertisement -

কিউবার হাভানায় অবস্থিত জোসে মার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানায় সিএনএন।ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ১০০জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।সিএনএন তাদের প্রতিবেদনে জানায়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি কিউবার হোলগুইন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলো। বিমানটিতে ১০৪ জন যাত্রী অবস্থান করছিলো। তবে আরো বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জায়েছে স্থানীয় পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তারা দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানে না। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ দমকলকর্মী পাঠানো হয়েছে।

এদিকে গত মাসে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া মিগেল দিয়াস-কানেল ঘটনাস্থলে গেছেন। তিনি এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন। দুর্ঘটনা কবলিত বোয়িং ৭৩৭-৪০০ উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। এটি মেক্সিক্যান একটি কোম্পানি থেকে ইজারা নিয়ে চালাতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

সর্বশেষ