বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করলেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে যাবে।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার লাকসামে পাশাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লায় বিএনপির দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারামুক্তি দিতে হবে, নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ হতে হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে অন্যথায় বিএনপি এই নির্বাচনে যাবে না। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে কথা না ভাবতে বিএনপি নেতা-কর্মীদেরও আগাম সতর্ক করেন তিনি।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম (চৈতি কালাম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ্ ভুলু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, কুমিল্লা জেলাবিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়াসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।