প্রিয় সংবাদ ডেস্ক:: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৮ জন। ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক ডজন। শনিবার সেখানকার একটি সামরিক স্কুলে হামলা হলে হতাহতের ওই ঘটনা ঘটে। লিবিয়ার একটি মন্ত্রনালয়ের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছে। তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ খবর দিয়েছে এএফপি।
খবরে বলা হয়, হামলার সময় স্কুলটিতে ক্যাডেটরা প্যারেডের জন্য জড়ো হয়েছিলো। স্কুলটি আল-খাদরা এলাকায় অবস্থিত ছিলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় সেখানে জরুরি রক্তের প্রয়োজন জানিয়ে রক্তদাতাদের উপস্থিত হতে আহবান জানিয়েছেন।
গত এপ্রিল মাস থেকে ত্রিপোলির দক্ষিণাঞ্চলে সহিংসতা চলছে। সেখানে সামরিক বাহিনীর খলিফা হাফতার দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সরকারি বাহিনী ওই বিমান হামলার জন্য হাফতারের বাহিনীকে দায়ি করেছে। তবে এখন পর্যন্ত তারা ঘটনার দায় স্বীকার করেনি।