প্রিয় সংবাদ ডেস্ক:: পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ হয়েছে। ইরানের নিহত জেনারেল কাসেম সোলাইমানির প্রতি শ্রদ্ধা ও তাকে হত্যার প্রতিবাদ নারী, শিশু সহ সব বয়সের মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ওদিকে শুক্রবারই ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে। রোববার ফাওয়ারা চক নামক স্থানে বিকেল ৩টার দিকে ওই মিছিলের যাত্রা শুরু হয়। এসময় তারা তাদের হাতে নিহত সোলাইমানির ছবি বহন করছিলেন। তারা যুক্তরাষ্ট্র নিপাত যাক বলে স্লোগান দিতে থাকে।
যেসব দল সেখানে সমাবেশ করছিলো তাদের মধ্যে রয়েছে, ইমামিয়া ছাত্র সংগঠন, জাফরিয়া অ্যালায়েন্স, মাজলসি ওয়াহদাতুল মুসলিমিন, তানজিম আজাদারি ও শিয়া উলেমা কাউন্সিল। দলগুলো মার্কিন দূতাবাসের দিকে যাচ্ছিলো। তবে তাদেরকে বাধা দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তারা একটি প্রতিবাদপত্র দাখিল করে মার্কিন দূতাবাসে। পাকিস্তানের মাটি ব্যবহার করে ইরানে হামলা হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেন তারা। তবে দেশটির মেজর জেনারেল গফুর আশ্বস্ত করেছেন যে, পাকিস্তানে অবস্থিত মার্কিন ঘাটি থেকে পার্শ্ববর্তী কোনো দেশে হামলা হবে না।