spot_imgspot_img
spot_imgspot_img

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

spot_img

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ। শুক্রবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীকে ফোন করে প্রায় ২০ মিনিট কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ। সেসময়ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি।
টেলিফোনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।

প্রেস সচিব জানান, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন শুরু হলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে। এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। এর আগে থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ