প্রিয় সংবাদ ডেস্ক:: সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি নুরুল হক নুর এই কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, মেরুদণ্ডের এমআরআই করানো পর রেডিওলোজিস্ট বলেছেন, তার মেরুদণ্ডের অন্তত ২টি হাড় ভেঙে গেছে। তবে হাড়ের ভাঙা অংশ জায়গা থেকে সরে যায়নি।
মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কর্মীরা গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনস্থ নুরের কক্ষের আলো নিভিয়ে নুর ও তার সঙ্গীদের লাঠি ও রড দিয়ে পেটায়। এতে নুরসহ অন্তত ২৭ জন আহত হন।এই ঘটনার পর নুরসহ গুরুতর আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসার পর নুরকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নুর অভিযোগ করেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরপর থেকেই তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
টলিফোনে নুর দ্য ডেইলি স্টারের আরও বলেন, তদন্তের কথা বলে প্রায় ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কক্ষটি সিলগালা করে রেখেছে। তবে উপাচার্য তাকে জানিয়েছেন, শিগগিরই তার কক্ষের তালা খুলে দেয়া হবে।