৮ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশের ঘোষণা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিন দুপুর ২ টায় নয়াপল্টনে সমাবেশ করার কথা জানানো হয়েছে। একইদিন সারাদেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সমাবেশ শেষে সাংবাদিকদের এ সব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার কারাবন্দীর দুই বছর হতে যাচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে উল্লেখ করে সরকার পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কারাগারে বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে বর্তমান সরকারকেই দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ফখরুল।

এদিকে ৭ই ফেব্রুয়ারি সারাদেশে মসজিদে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করার কথা জানায় বিএনপি।

সর্বশেষ