আসন্ন বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ বরাদ্দটা শিক্ষা খাতে দেওয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। শিক্ষিত জাতিই পারে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে। এজন আমাদেরকে মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। গুণগত শিক্ষা অর্জন করতে পারলে দেশকে আমরা অল্প সময়ে অনেক দূর নিয়ে যেতে পারব। সেজন্য শিক্ষা খাতকে উৎসাহিত করতে হবে। প্রয়োজনীয় সর্বোচ্চ সার্পোট দিয়ে যেতে হবে যা বর্তমান সরকার দিয়ে আসছে। তারপরও শিক্ষা খাতে আরও অনেক কিছু করার আছে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমরা সব সময়ই দাবি জানিয়ে আসছি যে, শিক্ষাখাতে বাজেট বাড়ানো দরকার। শুধু বাজেট বাড়ানোই নয়, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ বরাদ্দটা শিক্ষা খাতে দেওয়া উচিত। কারণ শিক্ষার সঙ্গে যুক্ত সকল মন্ত্রণালয়, শিক্ষা খাতের সঙ্গে যুক্ত দেশের সকল উন্নয়ন। আর সেই শিক্ষা খাতকে যদি বাজেটের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া না হয় তাহলে শিক্ষায় আমরা ত্রুমান্বয়ে পিছিয়ে পড়ব।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এটা একবিংশ শতাব্দী। পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমরা যদি মানসম্পন্ন বা গুণগত শিক্ষা অর্জন করতে না পারি তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ব। মানসম্মত শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হলে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধির বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না। আমি আশা করব যে, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণনয় করা হবে।